অন্যান্য

শিশু নির্যাতনকতারী মিম্মা সুলতানা গাঁ বাচাতে আশ্রয় নিয়েছে নানা অপকৌশলের ।। তদন্ত শুরু

By মেহেরপুর নিউজ

November 19, 2014

আপডেট

জুলফিকার আলী কানন, ১৯ নভেম্বর: গাংনীর সন্ধ্যানী সংস্থা পরিচালিত সন্ধানী স্কুল এন্ড কলেজের হিসাব রক্ষক মিম্মা সুলতানা কর্তৃক নির্যাতিতা কাজের মেয়ে বুশরা সুলতানার ব্যাপারে খোঁজ খবর নিতে মানবাধিকার সংগঠন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর তদন্ত শুরু করেছে। মঙ্গলবার বেলা ১১ টার সময় গাংনী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিসার নাছিমা খাতুন ও মানবাধিকার সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্স্ এর শিশু ফোরাম এর শামীমা আক্তারের নেতৃত্বে সাত সদস্যের একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে এ টীম গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীর কাছে বিষয়টি লিখিত ভাবে জানিয়েছেন এবং প্রতিকারের দাবী জানানো হয়েছে বলে জানান টীমের প্রধান শামিমা আক্তার। অপরদিকে,গাংনীর সন্ধানী স্কুল এন্ড কলেজের হিসাব রক্ষক  নির্যাতনকারী মিম্মা সুলতানা নিজেকে বাঁচাতে বুশরার নামে ফেইসবুক খুলে নানা মিথ্যার আশ্রয় নিয়েছেন। বিভিন্ন সংবাদপত্র ও অনলাইনে প্রকাশিত হওয়ার পর প্রশাসন মানবধিকার কর্মীরা বিষয় টি নিয়ে তদন্ত শুরু করেছেন। এদিকে ঘটনাটি ধামা চাপা দিতে বুশরা’র মাকে ব্যবহারের চেষ্টা চালাচ্ছেন মিম্মা সুলতানা।এঘটনায় সোমবার সকাল ১১ টার দিকে সন্ধানী স্কুল এন্ড কলেজে গিয়ে নির্যাতিত বুশরার খোঁজ খবর নেন গাংনী উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাছিমা খাতুন। গাংনী উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাছিমা খাতুন জানান, শিশু বুশরা কে অমানবিক নির্যাতন করা হয়েছে। নির্যাতনের চিহৃ তার শরীরের বিভিন্ন অংশে রয়েছে।  তারপরেও নির্যাতনকারী মিম্মা সুলতানা শাঁক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে আইনী সহায়তা দিতে মহিলা বিষয়ক অধিদপ্তর প্রস্তুত রয়েছে। গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, নির্যাতনকারী মিম্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় একটি সূত্র জানায়,শিশু বুশরা কে নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার পর থেকে তার উপর চলছে মধ্যে যুগীয় নির্যাতন। এদিকে বুশরাকে দিয়ে তার উপর নির্যাতনের বিষয়টি অস্বী¦কার করানোর চেষ্টা করানো হচ্ছে। অত্যন্ত কৌশলে শিশু বুশরাকে এখন কারোর সাথে কথা বলতে দেয়া হচ্ছেনা। বুশরার সহপাঠিরা জানান, ইন্টারনেট তো দুরের কথা মোবাইল ফোনও চালাতে পারেনা বুশরা। তারপরেও বুশরার নামে ফেইসবুক এ্যাকাউন্ট হাস্যরসের সৃষ্টি হয়েছে।অপর একটি সূত্র জানায়, প্রশাসনের হাত থেকে বাঁচতে মিম্মা নিজেই বুশরা ইয়সামিন নামের এ ফেইসবুক টি পরিচালনা করছেন। সন্ধানী স্কুল এন্ড কলেজের পরিচালক আবু জাফর জানান, খুব শিগ্রই অভিযুক্ত মিম্মা সুলতানার  বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।