মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ ডিসেম্বর: পৌষ মাস না আসতেই মেহেরপুরে শীতের তীব্রতা বেড়েই চলেছে। সাথে অতিরিক্ত কুয়াশায় জনজীবন থমকে পড়েছে। বৃহস্পতিবার মেহেরপুর জেলার কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। এদিকে শীত নিবারন করতে শহরের ফুটপাতের দো্কানগুলোর পাশাপাশি বিভিন্ন পোষাকের দোকানে শীতবস্ত্র বিক্রি হিড়িক পড়ে গেছে। তবে শহরের মানুষ বিভিন্ন ভাবে শীতবস্ত্র কিনে শতি নিবারন করার চেষ্টা করলেও গ্রামের হতদরিদ্র মানুষগুলো শীতে যবুথবু হয়ে পড়েছে। ফলে তাদের স্বাভাবিক কার্যক্রমে চরম বাধাগ্রস্থ হচ্চে। শহরের বিভিন্ন ঘড়ির দোকানে থাকা তাপমাত্রা মাপা যন্ত্রতে লক্ষ্যে করে দেখা যায় বিকালের পর থেকে তাপমাত্রা ১৩ থেকৈ ১৭ ডিগ্রির মধ্যে উঠানামা করছে। পৌষ মাস শুরু হওয়ার সাথে সাথে শীতের তীব্রতা আরো বাড়ার আশংকা করছে সাধারন জনগন। এদিকে শীতের তীব্রতা বেড়ে চললেও সরকারী বা বেসরকারী কোনো প্রতিষ্ঠান এখন শীতবস্ত্র বিতরণ শুরু করেনি।