অন্যান্য

শুক্রবার ঈদ উল আযহা ।। কখন কোথায় পড়বেন ঈদের নামায

By মেহেরপুর নিউজ

September 23, 2015

মেহেরপুর নিউজ,২৩ সেপ্টেম্বর: আগামী শুক্রবার যথাযথ মর্যাদা শান্তিপূর্ন পরিবেশে সারাদেশে পালিত হবে পবিত্র ঈদ উল আযহা। পশু কোরবানীতে ও ঈদ উৎসব পরিবারের সকল নিয়ে উদযাপন করতে রাজধানীসহ বিভিন্ন জেলাতে কর্মজীবনে থাকা মেহেরপুরের নানা শ্রেণী পেশার মানুষ নিজ জেলা মেহেরপুরে আসতে শুরু করেছেন।মেহেরপুরের সেই সকল মানুষসহ জন্য মেহেরপুর নিউজের পাঠকদের জন্য আয়োজন।

কোথায় কখন পড়বেন ঈদের নামায:

মেহেরপুরে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় মেহেরপুরে পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে সেখানে নামায পড়াবেন মাওলানা আব্দুল হান্নান। ২য় জামাত সকাল সোয়া ৮টায় বিটিসি সংলগ্ন পুরাতন পৌর ঈদগাহ ময়দানে, সেখানে নামায পড়াবেন হাফেজ রোকুনুজ্জামান। সকাল সাড়ে ৮ টায় কোর্ট জামে মসজিদে, সকাল সাড়ে ৭টায় সদর থানা ঈদগাগ ময়দানে, শহীদ সামসুজ্জোহা পার্কে আহলে হাদিস জামায়াতের নামায সকাল ৭টায় ( এখানে মহিলাদের নামায পড়ার জন্য পর্দার ব্যবস্থা আছে) , তাঁতীপাড়া দাখিল মাদ্রাসায় সকাল ৮টায়, সেখানে নামায পড়াবেন মাওলানা শামসুর রহমান টুটুল এবং সকাল ৯টায় পৌর ঈদগাহ ময়দানে পৃথকভাবে মহিলা জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া খন্দকারপাড়া ঈদগাহ ময়দানে সকাল আট টায় এবং আমঝুপি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় নামায অনুষ্ঠিত হবে।সেখানে নামায পড়াবেন মাওলানা জিল্লুর রহমান। তবে বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত পৌর ঈদগাহের পরিবর্তে মেহেরপুর বড়বাজার জামে মসজিদ( গড় মসজিদে) অনুষ্ঠিত হবে। এছাড়া নিজ নিজ ঈদগাহের নামায নিজ নিজ ঈদগাহে অথবা মসজিদে অনুষ্ঠিত হবে।