বর্তমান পরিপ্রেক্ষিত

শুধু লেখাপড়া করলেই মানুষ হওয়া যায় না…জেলা প্রশাসক

By মেহেরপুর নিউজ

September 20, 2018

মেহেরপুর নিউজ, ২০ সেপ্টেম্বর: মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন স্কাউঠস ক্লাব কিংবা রোভার মানুষের জীবনকে আদর্শবান হওয়ার সুযোগ করে দেয়। স্কাউটস তার প্রকৃর্তক ব্যাটেন পাওয়েল স্কাউটস গঠন করে সারা বিশ্বে এমনটি জানান দিয়েছেন।

তিনি বলেন শুধু লেখাপড়া করলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে মনুষস্ত অর্জন করতে হয়। আর মনুষত্ব অর্জন করতে ক্লাব কিংবা স্কাউঠস এর দিক্ষা গ্রহন করতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বৃহস্পতিবার বিকালে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মিলনায়তনে মেহেরপুর জেলা স্কাউঠস এর উদ্যোগে জেলা স্কাউঠস এর ২৬৯ ও ২৭০ তম ব্যাচের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলী, বক্তব্য রাখে জেলা স্কাউঠস এর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা সম্পাদক আশরাফজ্জামান, প্রশিক্ষক ওবাইদুল হক, ফারুক হোসেন, আব্দুল মোমিন, বিউটি খাতুন, আফরোজা খাতুন, নাজমুল হোসেন, মনিরুল ইসলাম, মিনারুল ইসলাম প্রমুখ।