বর্তমান পরিপ্রেক্ষিত

শুভ সংঘ- খন্দকারপাড়া আলোর মশালের যোৗথ উদ্যোগ :: খন্দকার পাড়া হবে নিরক্ষর মুক্ত

By মেহেরপুর নিউজ

September 25, 2017

মেহেরপুর নিউজ, ২৫ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা শহরের পাশবর্তী একটি গ্রাম খন্দকার পাড়া। যে গ্রামে কোন ভিক্ষুক খুজে পাওয়া যায় না। ওই গ্রাম থেকে জেলার শীর্ষ স্থানীয় পর্যায়ে অবস্থান করছেন এমন ব্যক্তির খুজে পাওয়া যায়। আর পাঁচটি গ্রামের মত খন্দকার পাড়াতেও আছ কিছু সংখ্যক নিরক্ষর মানুষ। তাদেরও আর নিরক্ষর রাখা হবে না। নৈশকালীন স্কুল চালু করে তাদের নিরক্ষর মুক্ত করা হবে। ‘খন্দকার পাড়া আলোর মশাল’ নামের সংগঠনের কিছু তরণ প্রত্যয় নেয় গ্রামের একটি মানুষকেও নিরক্ষর রাখবেনা। তাদের সাথে একাত্মতা ঘোষনা করে কালের কন্ঠ-শুভ সংঘ। শুভ সংঘের সার্বিক সহযোগীতায় উদ্বোধন করা হলো নৈশকালীন স্কুল এবং স্কুলের বয়স্ক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান। সোমবার বিকালে খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুক্ত প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় নৈশকালীন স্কুল উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান। কালের কণ্ঠ-শুভ সংঘ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ একরামুল আযীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. খন্দকার একরামুল হক হীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসান, খন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এহতেশামুল হক, শুভ সংঘের সহসভাপতি আব্দুর রকিব, সদস্য আবদুল্লাহ আল মাসুদ, রফিকুল ইসলাম, স্থানীয় সমাজ সেবক কাজী আবদুল্লাহ, বশির আহমেদ। কালের কণ্ঠর জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন খন্দকার পাড়া আলোর মশাল’র সভাপতি হাশমতুল্লাহ। প্রধান অতিথির বক্তব্য অ্যাড. একরামুল হক হীরা বলেন, খন্দকার পাড়া আমার নিজের গ্রাম । এই গ্রামে ভিক্ষুক খুজে পাওয়া যায় না। তবে নিরক্ষর অনেক মানুষ আছে। তরুণ ছেলেরা শুভ সংঘের সাথে যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত সময় উপযোগী ভাবনা। আমি তাদের সাধুবাদ জানাই। তাদের পাশে থেকে একাজটি যাতে সফল হয় সেদিকে লক্ষ্য রাখব। পাশাপাশি যারা এ নৈশকালীন স্কুলে ভর্তি হচ্ছেন আপনারা নিয়মিত আসবেন। টেলিভিশনে সিরিয়াল দেখে সময় নষ্ট করবেন না। পড়তে ভাল না লাগলে এসে গল্প করবেন। তবুও ভাল কিছু না কিছু শিখবেন। সভাপতির বক্তব্য অধ্যক্ষ একরামুল আযীম বলেন, শুভ সংঘ সবসময় সমাজের ভাল কাজের সাথে আছে। আমরাও চাই আপনাদের গ্রামে যেন একজনও নিরক্ষর না থাকেন। ইউপি সদস্য মেহেদী হাসান বলেন, গ্রামের ছেলে মেয়েরা যখন বাস ট্রাকে হেলপারের কাজ করতে যায়, ছেলুনে কাজ করতে দেখে খুব খারাপ লাগে। আপনাদের ছেলে মেয়েকে কাজে না পাঠিয়ে গ্রামের স্কুলে পাঠান। তারা মানুষ হবে। আজ আপনাদের নিরক্ষর মুক্ত হতে হচ্ছে। তাদর স্কুলে না পাঠালে তারাও নিরক্ষর হয়ে থাকবে। আবদুল্লাহ আল মাসুদ বলেন, শিক্ষার কোন বয়স নাই। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে হবে। লজ্জা ভুলে সকলেই শিক্ষার আলোয় আলোকিত হবেন। গ্রামকে আলোকিত করবেন। অনুষ্ঠান শেষে ৩৫ জন বয়স্ক নিরক্ষর মানুষের হাতে বই, সিলেট ও চক তুলে দেওয়া হয় এবং প্রতিদিন এক ঘন্টা সন্ধ্যার পর ক্লাসে আসার আহবান জানান হয়।