মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা জয়লাভ করেছে।
শনিবার অনুষ্ঠিত খেলায় মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা ৩-২ গোলে মুজিবনগর উপজেলা একাদশকে পরাজিত করে। খেলার প্রথমার্ধের ৮ মিনিটের সময় মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সেলিম গোল করে দলকে এগিয়ে নেন। ২১ মিনিটের সময় বড় ডি-বক্সের ঠিক সামনে থেকে ফ্রি কিকের মাধ্যমে মাসুম বিল্লাহ মুজিবনগরের পক্ষে গোল করে খেলায় সমতা ফেরান। এক মিনিটের ব্যবধানে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সোহাগ দর্শনীয় একটি গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে নেন।
দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের মাথায় মেহেরপুরে পক্ষে সেলিম আরো ১টি গোল করে ৩-১ গোলে এগিয়ে নেন। এর ঠিক পাঁচ মিনিট পর বদলি খেলোয়াড় শিপন মুজিবনগরের পক্ষে গোল করে গোলের ব্যবধান কমান। শেষ পর্যন্ত মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন। মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার, আরডিসি রাকিবুল হাসান, এনডিসি মাহমুদুল হাসান, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু খেলাটি উপভোগ করেন।