বর্তমান পরিপ্রেক্ষিত

শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন নয়-হাসনাত আব্দুল্লাহ

By Meherpur News

July 08, 2025

সাহাজুল সাজু :

জাতীয় নাগরিক পার্টির ঢাকা দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শেখ হাসিনার বিচারের মাধ্যমে দেশকে কলঙ্ক মুক্ত করতে হবে। তারপর নির্বাচন। দেশটা ব্যবসায়ীদের না। দেশ জনগণের। তাই সংস্কারের করে তরুণদের মাধ্যমে স্বনির্ভর দেশ গড়তে হবে। দ্রুততম সময়ের মধ্যে সংস্কার ও বিচার শেষ করার জন্য অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ডে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় বক্তব্যেই তিনি একথাগুলো বলেন।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির ঢাকা উত্তারাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম ও কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক অ্যাডভোকেট সাকিল আহমাদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সামান্ত শারমিন, মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।