মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামবাসীর উদ্যোগে শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোলমারি ইয়ং স্টার ফুটবল টুর্নামেন্টে জয়লাভ করেছে গাংনী একাদশ।
রবিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গাংনী একাদশ ২-১ গোলে রশিকপুর একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে রাকিব ও শাকিল একটি করে গোল করেন, আর রশিকপুরের পক্ষে সবুজ একটি গোল পরিশোধ করেন।
খেলার শেষে শাকিলকে ম্যান অব দ্যা ম্যাচ এবং রাকিবকে প্রথম গোলদাতার পুরস্কার দেওয়া হয়। খান এন্টারপ্রাইজের পক্ষ থেকে গোলদাতাদের পুরস্কার প্রদান করা হয়। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করেন আকবর আলী, খান আলী, রিপন হোসেন এবং উসনাই।