ফুটবল

শোলমারী প্রিমিয়ার ফুটবল লীগে শোলমারী বিকেএসপি জয়ী

By মেহেরপুর নিউজ

October 28, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার শোলমারী মাঠে অনুষ্ঠিত, শোলমারী প্রিমিয়ার ফুটবল লিগে শোলমারী বিকেএসপি তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে।

বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় শোলমারী বিকেএসপি শোলমারী স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে মুন্না জয়সূচক গোলটি করেন। খেলার প্রথমার্ধে মুন্না পেনাল্টির সাহায্যে জয়সূচক গোলটি করেন।দুটি দলই আগেই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল।

গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় তাদের ফাইনালের ড্রেস রিহার্সেল এর জন্যই মূলত মাঠে নামে। আগামী ৫ নভেম্বর বিকেএসপি এবং স্পোর্টিং ক্লাব ফাইনালে একে অপরের মোকাবেলা করবে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজত দলের গোলরক্ষক সোহান। খেলা পরিচালনা করেন গিয়াস উদ্দিন।

তাঁকে সহযোগিতা করেন রাফিজ ও আদমআলী।খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ ও গোল দাতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শোলমারী প্রিমিয়ার ফুটবল লীগ কমিটির সভাপতি আমানুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন ছোট, সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান, কোষাধক্ষ্য মোহাম্মদ উসনাই, ম্যানেজমেন্ট মশিউর রহমান বাচ্চু, আমীর ফারুক রাব্বি প্রমূখ উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। খেলায় ম্যান অব দ্য ম্যাচ ও গোলদাতাদের পুরস্কৃত করেন এফপি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ রিপন বিশ্বাস।