বর্তমান পরিপ্রেক্ষিত

শ্যামপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল খেলার ফলাফল

By মেহেরপুর নিউজ

May 29, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের উদ্যোগে সদর উপজেলার ঝাউবাড়িয়া সত্য সংন্ধ ক্লাব মাঠে অনুষ্ঠিত শ্যামপুর ইউনিয়ন পর্যায়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বেলেগাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্যামপুর সরকারী প্রাথমিক বালিকা বিদ্যালয় এবং হান্নানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।

সোমবার দুফরে অনুষ্ঠিত খেলায় বেলেগাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে শহীদ সালাম-বরকত-রফিক সরকারী প্রাথমিক বিদ্যালয়কে। শ্যামপুর সরকারী প্রাথমিক বালিকা বিদ্যালয় ১-০ গোলে বেলতলা পাড়াসরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং হান্নানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলেপুরাতন মদনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।