ফুটবল

শ্যামপুরে বার্ষিক ফুটবল টুর্ণামেন্টে মেহেরপুর বাবলাতলা ফুটবল জয়ী

By মেহেরপুর নিউজ

November 13, 2020

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুরে বার্ষিক ফুটবল টুর্ণামেন্টে মেহেরপুর বাবলাতলা ফুটবল একাদশ জয়লাভ করেছে।

শুক্রবার অনুষ্ঠিত খেলায় বাবলাতলা একাদশ টাইব্রেকারে ৩-০ গোলে গহরপুর টাইগার ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকার এর মাধ্যমে নিষ্পত্তি ঘটানো হয়। এতে বাবলাতলা একাদশের সেলিম আকাশ ও নন্দ গোল করে, গহরপুরের সকল খেলোয়াড় বল বাইরে মারেন। খেলায় বাবলাতলা একাদশের আকাশ ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।