বর্তমান পরিপ্রেক্ষিত

শ্যামপুর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 12, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শ্যামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শ্যামপুর ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

শ্যামপুর ইউনিয়নের কৃষক লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব উল আলম শান্তি।সম্মেলনের উদ্বোধন করেন মেহেরপুর জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক আনারুল ইসলাম মিয়া। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেন,শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিন,জেলা কৃষক লীগের সহ-সভাপতি হাসেম আলি, যুগ্ম সম্পাদক মশিউর রহমান পলাশ,হাসেম আলী প্রমূখ।