গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে বিএনপির চেয়ারম্যানপার্সন বেগম খালেদা-জিয়ার রােগ মুক্তি কামনায় দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের জুগিরগােফা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন,ষােলটাকা ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, বিএনপির অন্যতম নেতা শহিদুল ইসলাম নাসির, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হােসেন মেঘলা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক গােলাম কাউছার, ষােলটাকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান সিদ্দিকী।