ব্যবসা ও বানিজ্য

সংবাদপত্রের মন্তব্য প্রতিহত করতে থানা সমবায় ব্যবস্থাপনা কমিটির তহবিল গঠন

By মেহেরপুর নিউজ

March 06, 2013

মাহবুবুল হক পোলেন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ মার্চ: সংবাদপত্রের বিরুপ প্রতিক্রিয়া ঠেকাতে মেহেরপুর থানা সমবায় অফিসের উদ্যোগে সমবায় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও তহবিল গঠনের আয়োজন  করা হয়েছে। জানা যায়, আজ বুধবার মেহেরপুর  সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেহেরপুর সদর থানা সমবায় অফিসের উদ্যোগে সমবয় ব্যবস্থাপনা কমিটির এক মত বিনিময সভার আয়োজন করা হয় । মত বিনময সভায় মেহেরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা নাজনিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক দেলওয়ার হোসেন, বিশেষ আতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন ও জেলা সমবায় অফিসার  আব্দুস সামাদ। আনুষ্ঠান শেষে আইডিয়াল সেভিংস এর চেয়ারম্যান বজলুর রহমানের নেতৃত্বে প্রত্যেক কো- অপারেটিভের কাছ থেকে সংবাদ পত্রের বিরুপ প্রতিক্রিয়া ঠেকানোর তহবিল গঠনের জন্য ২’শ টাকা করে চাদা সংগ্রহ করা হয় । আইডিয়াল সেভিংস এ্যান্ড ক্রেডিট কো অপারেটিভ এর চেয়ারম্যান বজলুর রহমান বলেন, বিভিন্ন পত্র পত্রিকায় আমাদের কো-আপারেটিভ সোসাইটি সমন্ধে বিভিন্ন বিরুপ মন্তব্য লেখা হচ্ছে । সংবাদ পত্রের বিরুপ লেখা প্রতিহত করার জন্য আমরা সমবায় ব্যবস্থাপনা কমিটি একত্রিত হয়ে একটি সভার আয়োজন করেছিলাম । এখানে আমরা অনুষ্ঠানের খরচও সংবাদপত্রের বিরুপ মন্তব্য লেখা বন্ধের তহবিল বাবদ ২’শ টাকা ধার্য্য করি । মেহেরপুর সদর উপজেলার সমবায় কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, মেহেরপুর উপজেলা সমবায় আফিসের উদ্যোগে সমব্যায় ব্যবস্থাপনা কমিটির সভা ছিল । সেখানে কেউ কেউ চাঁদা তুলেছে এ কথা শুনে আমি তাদের নিষেধ করে দিয়েছি। এ বিষয়ে সংবাদ পরিবেশন না করলে ভালো হয় বলে তিনি বলেন।