বর্তমান পরিপ্রেক্ষিত

সকল কর্মের স্থানকে নিরাপদ করতে চাই—- শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

By মেহেরপুর নিউজ

August 23, 2016

মেহেরপুর নিউজ, ২৩ আগষ্ট: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু বলেছেন, বাংলাদেশের অর্থনৈতির বড় শক্তি হলো পোশাকখাত। রানা প্লাজায় দূর্ঘটনার পর আমরা কর্ম স্থলেরর নিরাপত্তাকে প্রধান্য দিচ্ছি। তাই সকল ফ্যাক্টারি পরিদর্শন করে দেখছি । প্রায় ৩ হাজার ৯ শ ফ্যাক্টারি পরিদর্শন করে ৪২ টি বন্ধ করেছি। কিছু ফ্যাক্টারির কাজ আংশিক বন্ধ করেছি আবার কিছু ফ্যাক্টারিতে নতুন করে কাজ করে চালু করা হয়েছে। দেশের সকল কর্মস্থলে যাতে শ্রমিকরা নিরাপদে কাজ করতে পারে সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। মঙ্গলবার মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, অসহায় হত দরিদ্র পরিবারের সন্তানরা পড়া লেখা করে কর্মসংস্থানের জন্য আবেদন করলে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ব্যাবস্থা গ্রহন করেছি। মুজিবুল হক চুন্নু বলেন, আমি যদিও অন্য দলের রাজনীতি করি তার পর বঙ্গবন্ধু শেখ মুবিবুর রহমানের কথা বলতেই হবে। আমরা তার ডাকে সাড়া দিয়েই মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করে এ দে স্বাধীন করেছি। যদিও আমার বিরোধী দলে আছি তার পর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছি। আমার তাদের সকল ভালো কাজে সহযোগিতা করছি।

এর আগে প্রতিমন্ত্রী দুপুর দেড়টার দিকে তিনি সড়ক পথে মুজিবগরের সূর্যোদয় ডাকবাংলোয় পৌছালে মেহেরপুর-২ আসনের (গাংনী) সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তাঁকে পুলিশের একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। মন্ত্রী এসময় তাদের অভিবাদ গ্রহণ করেন। পরে বিকাল ৩টার দিকে তিনি মুজিবনগর স্মৃতি সৌধসহ মুক্তিযুদ্ধ স্মৃতি কমেপ্লক্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শন কালে মেহেরপুর-২ আসনের (গাংনী) সংসদ সদস্য মকবুল হোসেন. প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর পত্মী স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদের, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিচালক সৈয়দ আহমেদ, শ্রম অধিদপ্তরের পরিচালক আশরাফুজ্জামান, মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ, মুজিবনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কামরুল হাসান উপস্থিত ছিলেন। মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি সদর উপজেলার আমঝুপি নীলুকঠি পরিদর্শন করেন। পরে বিকালে তিনি কুষ্টিয়ার উদ্দ্যোশে মেহেরপুর ত্যাগ করেন।