বর্তমান পরিপ্রেক্ষিত

সকল প্রস্তুতি সম্পন্ন।। প্রস্তুত ভোট কেন্দ্র গুলো ।। আগামীকাল মেহেরপুর জেলা পরিষদ নির্বাচন

By মেহেরপুর নিউজ

December 27, 2016

মেহেরপুর নিউজ, ২৭ ডিসেম্বর: আগামী কাল সারা দেশের সাথে মেহেরপুর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে দুপুর ২টা পর্যন্ত। এ উপপলক্ষে জেলার ৩ উপজেলার ১৫টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। প্রতিটা কেন্দ্রে ব্যালট বক্স, ব্যালেট পেপার, সিলসহ সকল নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে।

জেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, জেলার ইউনিয়ন ও কেন্দ্র গুলো হলো, ১ নম্বর ওয়ার্ডের (বাগোয়ান ইউনিয়ন) ভোট কেন্দ্র মুজিবনগর উপজেলা পরিষদের হল রুম। এ কেন্দ্র ভোট দিবেন ১৪ জন ভোটার, ২ নম্বর ওয়ার্ডের (দারিয়াপুর ও মোনাখালি ইউনিয়ন) দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়। এ কেন্দ্র ভোট দিবেন ২৮ জন ভোটার, ৩ নম্বর ওয়ার্ডের (মহাজনপুর ও আমদহ ইউনিয়ন) যতারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। এ কেন্দ্র ভোট দিবেন ২৬ জন ভোটার, ৪ নম্বর ওয়ার্ডের (মেহেরপুর পৌরসভা) মেহেরপুর সদর উপজেলা পরিষদের হল রুম। এ কেন্দ্র ভোট দিবেন ১৬ জন ভোটার, ৫ নম্বর ওয়ার্ডের (কুতুবপুর ইউনিয়ন) কুতুবপুর ইউনিয়ন পরিষদের হল রুম। এ কেন্দ্র ভোট দিবেন ১৩ জন ভোটার, ৬ নম্বর ওয়ার্ডের (বুড়িপোতা ইউনিয়ন) বুড়িপোতা ইউনিয়ন পরিষদের হল রুম। এ কেন্দ্র ভোট দিবেন ১৩ জন ভোটার, ৭ নম্বর ওয়ার্ডের ( পিরোজপুর ইউনিয়ন) পিরোজপুর ইউনিয়ন পরিষদের হল রুম। এ কেন্দ্র ভোট দিবেন ১৩ জন ভোটার, ৮ নম্বর ওয়ার্ডের (আমঝুপি ইউনিয়ন) আমঝুপি ইউনিয়ন পরিষদের হল রুম। এ কেন্দ্র ভোট দিবেন ১৩ জন ভোটার, ৯ নম্বর ওয়ার্ডের (ধানখোলা ইউনিয়ন) ধানখোলা ইউনিয়ন পরিষদের হল রুম। এ কেন্দ্র ভোট দিবেন ১৩ জন ভোটার, ১০ নম্বর ওয়ার্ডের (গাংনী পৌরসভা ও রায়পুর ইউনিয়) গাংনী উপজেলা পরিষদের হল রুম। এ কেন্দ্র ভোট দিবেন ২৭ জন ভোটার, ১১ নম্বর ওয়ার্ডের ( কাথুলী ও সাহারবাটি ইউনিয়ন) ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়, এ কেন্দ্রে ভোট দিবেন ২৬ জন ভোটার, ১২ নম্বর ওয়ার্ডের (তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন) তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের হল রুম। এ কেন্দ্র ভোট দিবেন ১৪ জন ভোটার, ১৩ নম্বর ওয়ার্ডের (কাজীপুর ইউনিয়ন) কাজীপুর ইউনিয়ন পরিষদের হল রুম। এ কেন্দ্র ভোট দিবেন ১৩ জন ভোটার, ১৪ নম্বর ওয়ার্ডের (বামুন্দি ও ষোলটাকা ইউনিয়ন) তেরাইল ডিগ্রি কলেজ, এ কেন্দ্রে ভোট দিবেন ২৭ জন ভোটার ও ১৫ নম্বর ওয়ার্ডের (মটমুলা ইউনিয়ন) মটমুড়া ইউনিয়ন পরিষদের হল রুম। এ কেন্দ্র ভোট দিবেন ১৩ জন ভোটার।