টপ নিউজ

সচিব হলেন গাংনীর সন্তান আলকামা সিদ্দিকী

By মেহেরপুর নিউজ

July 23, 2019

মেহেরপুরের গাংনীর কৃতি সন্তান মুহাম্মদ আলকামা সিদ্দিকী পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর পূর্ণাঙ্গ সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। রবিবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে সরকার। এর আগে মুহাম্মদ আলকামা সিদ্দিকী (ভারপ্রাপ্ত সচিব পদ মর্যাদায়) পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অফিসের (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

১৯৮৫ ব্যাচের এই কর্মকর্তা  জেলা প্রশাসক (উপ সচিব),যুগ্ন সচিব,অতিরিক্ত সচিব ও সব শেষ ভারপ্রাপ্ত সচিবের পদ মর্যাদায় সুনামের সহিত সরকারের দেয়া গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিভিন্ন দেশে প্রতিনিধিত্ব করেন।

মুহাম্মদ আলকামা সিদ্দিকী গাংনী বাজারের বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহমান মিয়ার বড় ছেলে এবং মেহেরপুর নিউজের গাংনী অফিস ইনচার্জ  এ সিদ্দিকী শাহিনের বড় ভাই। সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় মুহাম্মদ আলকামা সিদ্দিকীকে মেহেরপুর নিউজ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ।

উল্লেখ্য : গাংনীর ইতিহাসে এই প্রথম পূর্ণাঙ্গ সচিব হলেন মুহাম্মদ আলকামা সিদ্দিকী।