ফুটবল

সজীব স্পোর্টস মিনি ফুটবল টুর্নামেন্টে শ্যামপুর রেনবো স্পোর্টিং ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

September 22, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ভোরের একাদশের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সজীব স্পোর্টস মিনি ফুটবল টুর্নামেন্টে শ্যামপুর রেনবো স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে।

বুধবার অনুষ্ঠিত খেলায় শ্যামপুর রেনবো স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে মুক্তিযোদ্ধা স্মৃতি সংঘকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে জয় একাই ৩ টি গোল করেন।