ফুটবল

সজীব স্পোর্টস মিনি ফুটবল টুর্নামেন্টে শীৎলা জাগরণী ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

September 24, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর ভোরের একাদশ এর উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সজীব স্পোর্টস মিনি ফুটবল টুর্নামেন্টে শীৎলা জাগরণী ক্লাব জয়লাভ করেছে।

শুক্রবার অনুষ্ঠিত খেলায় চিৎলা জাগরণী ক্লাব ৩-২ রেনবো একাদশকে পরাজিত করে। বিজয় দলের পক্ষে স্বপন ২টি টুটুল একটি এবং রেনবো পক্ষে হেলাল দুটি গোল করেন।