ফুটবল

সজীব স্পোর্টস মিনি ফুটবল টুর্নামেন্টে ঘোষপাড়া টাইগার ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

September 25, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ভোরের একাদশ এর উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সজীব স্পোর্টস মিনি ফুটবল টুর্নামেন্টে ঘোষপাড়া টাইগার ক্লাব জয়লাভ করেছে।

শনিবার অনুষ্ঠিত খেলায় টাইগার ক্লাব ২-১ গোলে৷ জিরো নাইন ক্লাবকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে হিমেল দুটি গোল করেন। বিজিত দলের পক্ষে রাশেদ একটি গোল করেন।