বর্তমান পরিপ্রেক্ষিত

সজীব স্পোর্টস মিনি ফুটবল টুর্নামেন্টে হরিরামপুর সীমান্ত ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

September 14, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর ভোরের একাদশের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সজীব স্পোর্টস মিনি ফুটবল টুর্নামেন্টে হরিরামপুর সীমান্ত ক্লাব জয়ের ধারা অব্যাহত রেখেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত হরিরামপুর সীমান্ত ক্লাবের ২য় খেলায রমের হ্যাটট্রিক সুবাদে ৬-১ গোলের বিশাল ব্যবধানে সিএসপিকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে রমে হ্যাটট্রিক করেন।দলের পক্ষে হৃদয় ২ টি ও মাহফুজ ১টি গোল করেন। বিজিত দলের পক্ষে সাগর একটি গোল পরিশোধ করেন।