টপ নিউজ

সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু

By মেহেরপুর নিউজ

October 22, 2020

মেহেরপুর নিউজ:

সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ উৎসব ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী শারদীয়া দুর্গা উৎসবের সূচনা হয়। এবার মেহেরপুর জেলায় মোট ৪১ টি পূজা মন্ডপ তৈরি হয়েছে,।

করনা ভাইরাসের কারণে সীমিত উৎসবের মধ্য দিয়ে শারদীয় উৎসব পালিত হবে। বৃহস্পতিবার ঢাকে বাড়ি দেয়ার মধ্য দিয়ে শারদীয় উৎসবের সূচনা করা হয়।

উৎসবের প্রথম দিনে মেহেরপুর শহরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, শ্রী শ্রী হরি ভক্তি প্রদায়িনী মন্দির, নায়েববাড়ি মন্দির, হালদারপাড়া মন্দির, মালোপাড়া মন্দিরসহ অন্যান্য মন্দিরগুলোতে সনাতন ধর্মাম্বলীদের ভিড় লক্ষ্য করা গেছে। পূজা অর্চনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে মহোৎসবের প্রথম দিনটি পালিত হয়।