বর্তমান পরিপ্রেক্ষিত

সন্ত্রাসীদের গুলিতে নিহত বিপুলের লাশ মেহেরপুর মর্গে ।। বাদ যোহর জানাযা ।। শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন

By মেহেরপুর নিউজ

January 29, 2013

আপডেট

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ জানুয়ারী: মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন বিপুলের লাশ ময়না তদন্তের জন্য তার বাড়ি থেকে মেহেরপুর মর্গে নেয়া হয়েছে।কিছুক্ষনের মধ্যে তার লাশের ময়না তদন্ত শুরু হবে। ময়না তদন্ত শেষে  আজ বাদ যোহর বেলা ২ টার সময় হোটেল বাজার জামে মসজিদে জানাযা নামায শেষে চুয়াডাঙ্গা সড়কের পৌর কবরস্থানে দাফন করা হবে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে।এর  আগে বেলা ১ টার সময় শেষ শ্রদ্ধা জানানোর জন্য বিপুলের লাশ মেহেরপুর পৌরসভায় নেওয়া হবে। সেখানে পৌরসভার সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীরা ২০ মিনিট নিরবতা পালন করবে। এছাড়াও পৌর কর্মকর্তা/কর্মচারীরা তার প্রতি শ্রদ্ধা জানাতে ইতিমধ্যে কালোব্যাজ ধারণ শুরু করেছে।

এদিকে শহরে যে কোনো অপ্রিতিকর ঘটনা এড়াতে বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরদিকে পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বিপুল হত্যা মামলা এখনো রেকর্ড হয়নি বা এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামী আটক হয়নি।