বর্তমান পরিপ্রেক্ষিত

সন্ত্রাসীদের গুলিতে নিহত বিপুলের জানাযা ও দাফন সম্পন্ন

By মেহেরপুর নিউজ

January 29, 2013

আপডেট মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ জানুয়ারী: মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন বিপুলের লাশের  দাফন সম্পন্ন হয়েছে। আজ দুপুর ২টার সময় মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদে তার লাশের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মেহেরপুর- চুয়াডাঙ্গা সড়কের পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। মেহেরপুর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ্যাড.মিয়াজান আলী,মেহেরপুর পৌর মেয়র মোতাছিমবিল্লাহ মতু.সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল,মেহরপুর পৌরসভার কাউন্সিলর ওকর্মকর্তা কর্মচারীগন,জেলা আৗযামীলীগও তার অংগ সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার ব্যাক্তিবর্গ বিপুলের জানাযায় অংশগ্রহন করেন।

উল্লেখ্য,সোমবার রাত ১০ টার দিকে  যুবলীগের সহ প্রচার সম্পাদক শহিদুল ইসলাম পেরেশোনের বাড়িতে গল্প করার সময় একদল সন্ত্রাসী মেহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন বিপুলকে লক্ষ্র করে কয়েক রাউন্ড গুলি করে। এসময় বিপুল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে টরে। পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।