বর্তমান পরিপ্রেক্ষিত

সফল জননী নারী তাসলিমা খাতুন

By মেহেরপুর নিউজ

June 24, 2022

 মেহেরপুর নিউজ:

স্ত্রী সহ ৩ সন্তান রেখে স্বামী এনামুল মৃত্যুবরণ করলেন।স্বল্প পরিমাণ জমি সেটিও বিক্রি করে ৩ সন্তানের লেখাপড়ার খরচ করার পাশাপাশি গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করে ছেলেমেয়েদের বই খাতা, লেখাপড়ার খরচ চালাই। আর্থিক সমস্যায় পড়ে কারো কাছে হাত বাড়িয়েও পাইনি। তখন কাঁথা সেলাই করে, গরুর দুধ বিক্রি করে, হাঁস মুরগির ডিম বিক্রি করা সহ নিজের লাগানো গাছের ফল-ফলাদি বিক্রি করে সংসার চালিয়েছি। ৩টি ছেলেকে লেখাপড়া শিখিয়েছি। কথাগুলো লিখেছেন তার আত্মজীবনীতে। তিনি সফল জননী নারী।

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের বাসিন্দা তাসলিমা খাতুন। তিনি লিখেছেন, একটা সময় যখন গ্রামে বিদ্যুৎ ছিল না। অর্থের অভাবে কেরোসিন তেল কিনতে পারেননি। তারপরেও তার বড় ছেলে সাইফুল ইসলাম দ্বিতীয়বারের মতো বিসিএস পরীক্ষা দিয়ে কাস্টম অফিসার হয়েছেন। মেজো ছেলে আরিফুল ইসলাম সেনাবাহিনীর একজন কর্মকর্তা। এবং ছোট ছেলে ইংরেজিতে অনার্স সম্পন্ন করে বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন শরিফুল ইসলাম। এভাবে তসলিমা খাতুন তার আত্মজীবনীতে কথা গুলি লিপিবদ্ধ করেছেন। লিখেছেন তার সংগ্রামী জীবনের কথা।