কবিতা

সব কিছুর পরিবর্তন হয়না  

By মেহেরপুর নিউজ

April 14, 2020

—–রুদ্র   অয়ন  

================

চায়ের কাপে

শেষ চুমুকের মত

ফুরোয় বসন্ত দিন।

অতঃপর আসে বোশেখ,

গ্রীষ্মের দহন দিন পেরিয়ে

শ্রাবণের ঝরঝর মুখর ধারায়

প্রকৃতি সাজে সবুজ সমারোহে।

 

এভাবেই পরিবর্তন হয়

বিশ্ব ব্রহ্মান্ডে ;

পরিবর্তন হয় দেহে

অথবা অন্তরে,

পরিবর্তন হয় বাইরে

বা ভেতরেও!

 

যুগের

পাল্টে যাওয়া হাওয়ায়

বদলে গেছি আমিও।

বেদনার ম্যাগাজিনে রং ঢেলে

আমিও উল্লাসে মেতে ওঠতে পারি।

 

কষ্টগুলো হাসির আড়ালে তাড়িয়ে

আমিও উড়াই জীবনের ঘুড়ি।

 

তোমার দেয়া

অবহেলার প্রচ্ছদে

আমি লিখি জীবনের গল্প।

 

বন্ধুদের আড্ডায়

কাজের ব্যস্ততায়

তোমাকে ভুলিয়ে রাখি।

তবুও স্মৃতির জানলায়

উঁকি দিয়ে আমায়

তুমি ডাক দিয়ে যাও!

 

সব কিছুর পরিবর্তন হয় ।

স্মৃতির পরিবর্তন হয়না কেন!

কেন অনুভূতিগুলোর

পরিবর্তন অথবা মৃত্যু হয়না!

 

সব কিছুর

পরিবর্তন হতে নেই বুঝি!

তাই হৃদয়টা

রয়ে গেছে আগের মতোই।

সব কিছুর পরিবর্তন হতে নেই

সব কিছুর পরিবর্তন হয়না!