শিক্ষা ও সংস্কৃতি

সমাজ বদলে শিক্ষক শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 06, 2015

ঢাকা অফিস,০৬ অক্টোবর: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে ঢাকা রিপোটার্স ইউনিটিতে সমাজ বদলে শিক্ষক শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ জাকির হোসেন। প্রধান অতিথির আসন অলংকৃত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজ উদ্দিন আহমদ। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও বাংলাদেশ কল্যাণ পাটির সহ সভাপতি সহিদুর রহমান তামান্না। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষকনেতা অধ্যাপক আলমগীর হোসেন, অধ্যাপক তফাজ্জল হোসেন, অধ্যাপক আছাদুজ্জামান আকাশ, মোঃ কামরুজ্জামান, অধ্যাপক হরুনর রশিদ, অধ্যাপক আঃ হাকিম, অধ্যাপক কাজী মাঈনুদ্দিন, অধ্যাপক রোকেয়া চৌধুরী বেবী, অধ্যক্ষ মোঃ সেলিম মিয়া এবং অভিভাবকদের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন মিয়া মোঃ আনোয়ার। শুরুতে সমাজ বদলে শিক্ষক শীরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন সভার সভাপতি মোঃ জাকির হোসেন। সভাপতির বক্তব্যে বক্তব্যে তিনি বর্তমান সময়ে শিক্ষকবৃন্দ যেভাবে নির্যাতিত হচ্ছে তার বর্ননা দেন। অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়ার মুক্তি সহ ১১ দফা দাবী পেশ করেন। দাবীগুলো হচ্ছে, বেসরকারী শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করন, বেসরকারী শিক্ষক কর্মচারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করা, বেসরকারী শিক্ষক কর্মচারীদের আর্থিক নিশ্চয়তা প্রদান, সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে এমপিওভূক্ত করা, শিক্ষাব্যবস্থাকে দলিয়করনের হাত থেকে রক্ষা করা, সরকারী ও বেসরকারী শিক্ষার বৈষম্য দূর করা, নকলমূক্ত শিক্ষা ব্যবস্থা, শিক্ষক কর্মচারীদের আধুনিকায়নে প্রশিক্ষণের ব্যবস্থা করা, শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষ সমুহের মানোন্নয়ন সাধন করা, প্রশ্ন ফাঁসের হাত থেকে শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো, অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়াসহ সকল শিক্ষকনেতাকে নিঃশর্ত মুক্তি দেওয়া। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর এমাজ উদ্দিন বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শিক্ষকদের যে ভাষায় কথা বলেছেন এটি অত্যন্ত নীন্দনিয়। প্রধানমন্ত্রী একটি দায়ীত্বশীল পদ, এ পদে থেকে শিক্ষক সমাজকে অবহেলা করা উচিৎ নয়। তিনি বলেন, শিক্ষক সমাজকে মূল্যায়ন করলে তারাই উন্নত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তিনি বিভিন্ন দেশের উদাহরন তুলে ধরে বলেন, যে দেশের শিক্ষা ব্যবস্থায় যতবেশী বাজেট বরাদ্দ রাখা হয় সে দেশ তত দ্রুত উন্নতি সাধন করে। ইতালিয় ও জাপানী দুজন বিদেশী নাগরিক হত্যার জন্য দূঃখ প্রকাশ করে বলেন, এমন ঘটনা সমস্ত জাতিকে কলংকিত করেছে। এমন স্পর্শকাতর বিষয়কে নিয়ে রাজনীতি না করা উচিৎ। তিনি বিচার বিভাগিয় তদন্ত কমিটি গঠন করে অতি দ্রৃত প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবী জানান।