বর্তমান পরিপ্রেক্ষিত

স’মিলের করাতে আঙুল কেটে পড়ে গেছে মেহেরপুর বুড়িপোতা ইউপি সদস্য’র

By মেহেরপুর নিউজ

March 22, 2011

মেহেরপুর  নিউজ ২৪ ডট কম,২২ মার্চ:

মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামে স’মিলের করাতে হাতের আঙুল কেটে পড়ে গেছে ইউপি সদস্য আলমগীর হোসেন লাল্টুর। সোমবার সকালের দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, লাল্টু তার স’মিলে কাজ করার সময় অসাবধান বশতঃ করাতে তার হাত পড়ে গেলে তার ডান হাতের একটি আঙুল কেটে পড়ে যায়। আহত অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।