মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আবদুল্লাহ আল আমিন। সোমবার দুপুরের দিকে সরকারি কলেজ মিলনায়তনে সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আবদুল্লাহ আল আমিনকে সম্পাদক হিসেবে মনোনয়ন দেয়া হয়।
সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার সভাপতিত্বে সভায় ইংরেজি বিভাগের প্রভাষক মিলন মন্ডলকেম সহ-সম্পাদক এবং রসায়ন বিভাগের প্রভাষক নাহিদ রেজাকে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে। পদাধিকার বলে অধ্যক্ষ, শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর মো.শফিউল ইসলাম সরদার।