আইন-আদালত

সরকারী গাছ কাটার অপরাধে ২ জনের জরিমানা

By মেহেরপুর নিউজ

December 18, 2014

শহিদুল ইসলাম, মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৮ ডিসেম্বর: সরকারী গাছ কাটার অপরাধে হারু ও রাজু নামের ২ ব্যাক্তির নিকট জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলার রামনগর গ্রামের ফকির আলীর ছেলে হারুর ৩ হাজার টাকা এবং তার সহযোগী একই গ্রামের গোলাম আলীর ছেলে রাজুর ২ হাজার টাকা। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার রামনগরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনুজ্জামান ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় দেন। জানা গেছে, রামনগর গ্রামে রাস্তার পাশে অবৈধভাবে সরকারী গাছ কাটছে হারু ও তার সহযোগীরা । এমন খবরের ভিত্তিতে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনুজ্জামানের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমান আদালতের একটি টিম অভিযান চালায়। এ সময় ১০টি গাছ কাটার অপরাধে তাদের বিরুদ্ধে এ রায় দেন ভ্রাম্যমান আদালতের বিচারক। এ সময় উপজেলা কানুনগো আলী আকবর, আমঝুপি ইউনিয়ন ভুমি কর্মকর্তা ফজলুর রহমান, এস আই কার্তিক চন্দ্র দাস ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের বিচারক শাহিনুজ্জামান জানান, বাংলাদেশ দন্ডবিধির ১৮৬০ সালের ১৮৯ ধারায় সরকারী গাছ কাটার অপরাধে রামনগর গ্রামের হারুর ৩ হাজার এবং তাকে সহযোগীতা করায় রাজুর ২ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে উভয়ের ২ মাসের কারাদন্ড দেয়া হয়। এ সময় তারা জরিমানা টাকা পরিশোধ করলে তাদের মুক্তি দেয়া হয়।