শিক্ষা ও সংস্কৃতি

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের স্মারকলিপি প্রদান

By মেহেরপুর নিউজ

April 21, 2016

মেহেরপুর নিউজ,২১ এপ্রিল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর গেজেটেড পদমর্যদা বাস্তবায়ন ও জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডে অন্তভূক্ত করা, করেসপন্ডিং স্কেলে বেতন নির্ধারণের জটিলতা নিরসন, প্রধান শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির বিধান চালু করাসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখা।

বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি আনোয়ারুল হুদা জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন। জেলা প্রশাসক পরিমল সিংহ স্মারকলিপি গ্রহণ করেন। এসময় সাধারণ সম্পাদক  কাজী মতিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মুক্তাফিজুর রহমান, সুরাইয়া পারভিন, সহ-সভাপতি আবুল হোসেন, মোহাদ্দেস আলী, ওমর আলী, আশেয়া সিদ্দিকা, শাহিন আক্তার, সিনিয়ার যুগ্ম সম্পাদক মহিদুল ইসলাম, জেসমিন সাহানাজ, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, হাসিনা খাতুন, সাংগঠানিক সম্পাক মহিদুল হক, সহ-সাংগঠানিক সম্পাদক নার্গিস পারভিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান, দপ্তর সম্পাদক সুরাইয়া পারভিন, অর্থ সম্পাদক ফিরোজ আহামেদ, সহ-অর্থ বিসয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোরাদ আলী, মিডিয়া ও প্রচার সম্পাদক ফৌজিয়া আফরোজ তুলি, সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক আফসানা গুলজার, মহিলা বিষয়ক সম্পাদক শাহানাজ পারভিন এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক মাজেদা