বর্তমান পরিপ্রেক্ষিত

সরকারী শিশু পরিবারের নিবাসীদের দক্ষতা ও জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 19, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সরকারী শিশু পরিবার (বালক) এর নিবাসীদের দক্ষতা ও জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর সরকারি শিশু পরিবার মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বির সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলাপ্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশু পরিবারের শিশুদের লেখাপড়া শিখে দক্ষতা অর্জন করতে হবে এবং মানুষের মত মানুষ হবে। এখানে লেখাপড়া, খেলাধুলা, থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। ধর্ম কর্ম পালনের সুযোগ রয়েছে। তাই তিনি শিশুদের এই প্রতিষ্ঠান থেকে সুনাগরিকরূপে গড়ে ওঠার সুযোগকে কাজে লাগানোর আহবান জানান।