রাজনীতি

সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দেশে আজ গণজাগরণ সৃষ্টি হয়েছে—সাবেক এমপি মাসুদ অরুন

By মেহেরপুর নিউজ

February 09, 2013

শহিদুল ইসলাম,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ ফেব্রুয়ারী: মেহেরপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন বলেন, সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দেশে আজ গণজাগরণ সৃষ্টি হয়েছে। গনতন্ত্র পূনঃ প্রতিষ্ঠার জন্য নির্দর্লীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবী প্রতিষ্ঠা করে জনগণ তার অধিকার আদায় করবে। আজ বিকেলে আমঝুপি ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার আমঝুপী উত্তর পাড়া ক্লাব মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন সাবেক এমপি মাসুদ অরুন। সভাপতিত্ব করেন,আমঝুপী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ সাঈদ আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক মাস্টার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমঝুপী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম, জেলা  স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ফয়জুল কবীর, ইউনিয়ন বিএনপি নেতা পাঞ্জাব আলী মেম্বার ও ইউপি সদস্য সেলিনা খাতুন প্রমুখ।