বর্তমান পরিপ্রেক্ষিত

সর্ব্বোচ ও সর্বনিম্ন ভোট প্রাপ্ত সদস্য ও সংরক্ষিত সদস্যরা

By মেহেরপুর নিউজ

December 28, 2016

মেহেরপুর নিউজ, ২৮ ডিসেম্বর: মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ১০ নম্বর ওয়ার্ডে (গাংনী পৌরসভা ও রাইপুর ইউনিয়ন) মজিরুল ইসলাম। তিনি নির্বাচনে ২৭ ভোটের মধ্যে পেয়েছেন ২৫ ভোট।

অপরদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে মেহের-৩ আসনে (৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে) শামিম আরা বিশ্বাস হিরা ৩৯ ভোটের মধ্যে ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এদিকে সদস্য পদে কোন ভোট পাননি ৪ নম্বর ওয়ার্ডে (মেহেরপুর পৌরসভা) নাহিদ হাসান রনি, ৬ নম্বর ওয়ার্ডে (বুড়িপোতা ইউনিয়ন) রোজাউল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডে (পিরোজপুর ইউনিয়ন) বশির আহামেদ, ৯ নম্বর ওয়ার্ডে (ধানখোলা ইউনিয়ন) জাহিদুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ডে (গাংনী পৌরসভা ও রাইপুর ইউনিয়ন) মনিরুল ইসলাম, ১২ নম্বর ওয়ার্ডে (দারিয়াপুর ও মোনাখালী ইউনিয়নে ) এসএম আমিনুল বারী, ১৪ নম্বর (ষোলটাকা ও বামন্দি ইউনিয়ন) শহিদুল ইসলাম, ১৫ নম্বর ওয়ার্ডে (মটমুড়া ইউনিয়ন) হাবিব উল্লাহ, নিয়াজ উদ্দিন মালিথা ও মাসুদ পারভেজ,

অপরদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে মেহের-৩ আসনে (৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে) প্রার্থী শাহেরা খাতুন কোন ভোট না পেয়ে ভোট যুদ্ধ শেষ করলেন।