এক ঝলক

সাংবাদিককে জ্যান্ত পুড়িয়ে হত্যা

By মেহেরপুর নিউজ

June 20, 2019

আন্তর্জাতিক ডেস্ক,  ২০ জুন: মামলার বিষয়ে আলোচনা করতে গিয়ে ভারতের মধ্যপ্রদেশে চক্রেশ জৈন নামের এক সাংবাদিককে আগুন দিয়ে জ্যান্ত পুড়িয়ে হত্যা করেছে সরকারি কর্মকর্তা। মধ্যপ্রদেশের সাগর জেলায় এক সরকারি কর্মকর্তার বাড়িতে ওই সাংবাদিককে পুড়িয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, প্রদেশের কৃষি অধিদপ্তরের এক কর্মকর্তার বাড়িতে তার শরীরে আগুন লাগিয়ে দেয়া হয়। এসময় ঐ সাংবাদিক প্রাণ বাঁচাতে ছুটে ঘরের বাইরে বের হয়ে আসেন। তখন বাড়ির সামনে থেকে অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করেন তার পরিবারের ¯^জনরা। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সরকারি কর্মকর্তা আমান চৌধুরী ও সাংবাদিক চক্রেশ জৈনের মধ্যে মামলা নিয়ে বিরোধ রয়েছে। কয়েকদিন পর মামলার শুনানির দিন নির্ধারিত ছিল। তার আগে এ বিষয়ে আলোচনার জন্য বুধবার সকালে এ ঘটনা ঘটেছে।

 

সূত্র : কালের কন্ঠ