করোনাভাইরাস

সাংবাদিক ও পুলিশ সদস্যদের হ্যান্ড স্যানিটাইজার ও গ্লোভস প্রদান করলেন গাংনীর এমপি

By মেহেরপুর নিউজ

March 29, 2020

 

তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে সাংবাদিক ও পুলিশ সদস্যদের হ্যান্ড স্যানিটাইজার ও গ্লোভস প্রদান করলেন এমপি সাহিদুজ্জামান খোকন। রোববার দুপুরে তার নিজস্ব বাসভবন থেকে এ স্যানিটাইজার ও গ্লোভস বিতরণ করেন তিনি।

সেই সাথে তিনি মেহেরপুর প্রেসক্লাব ও গাংনী থানা পুলিশ বাহিনীর সদস্যদেরকেও হ্যান্ড স্যানিটাইজার ও গ্লোভস বিতরণ করেন। নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে তিনি আশ্বস্ত করে বলেন সাংবাদিক ও পুলিশ বাহিনীর সদস্যরা জনগণের পাশাপাশি থেকে ঝুঁকি নিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। তাই তাদের সুরক্ষায় পিপি অর্ডার দেওয়া হয়েছে। বিপি হাতে এসে পৌঁছালে সেটাও বিতরণ করা হবে।