আইন-আদালত

সাংবাদিক পোলেনের বাড়িতে হামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা

By Enayet Akram

March 15, 2020

মেহেরপুর নিউজ, ১৫ মার্চ: মেহেরপুরের সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেনের বাড়িতে দুর্বৃত্তের হামলা ও বাড়িঘর ভাংচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। একইসঙ্গে সাংবাদিক পোলেনের বাড়িতে হামলা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করেছে সম্পাদক পরিষদ।

আজ রবিবার সম্পাদক পরিষদের পক্ষে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক নঈম নিজাম।

বিবৃতিতে, মেহেরপুরের সন্তান ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের নিখোঁজের ঘটনায়ও সম্পাদক পরিষদ উৎকণ্ঠা প্রকাশ করেছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে মুখোশপরা একদল সন্ত্রাসী মোটরসাইকেলযোগে পোলেনের বাড়িতে আসে। তারা বাড়ির বাইরে থেকে অকথ্য গালিগালাজ করতে থাকে এবং গেট ভাঙার চেষ্টা করে। তবে এলাকাবাসী প্রতিরোধ করলে তারা পালিয়ে যায়। এ বিষয়ে মেহেরপুর সদর থানায় শনিবার সকালে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে গত ১২ মার্চ বাংলাদেশ প্রতিদিন-এ ‘মুজিবনগরে সরকারি রাজস্ব যুব মহিলা লীগ নেত্রীর আঁচলে’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর থেকেই পোলেনকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে সন্ত্রাসীরা।