টপ নিউজ

সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের পরিচয় দিয়ে প্রতারণা

By মেহেরপুর নিউজ

October 17, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি গণগ্রন্থাগারের ভারপ্রাপ্ত জুনিয়র লাইব্রেরিয়ান এর কাছ থেকে ২২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। মেহেরপুর সরকারি গণগ্রন্থাগারের ভারপ্রাপ্ত জুনিয়র লাইব্রেরিয়ান এমদাদুল হক জানান, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশিম কুমার দে’র পরিচয় দিয়ে বলেন রাস্তায় আমার গাড়ি খারাপ হয়ে গেছে, আপনার বৌদিকে নিয়ে আসছে।

গাড়ি মেরামত করতে ১৫ হাজার টাকার প্রয়োজন। দ্রুত আমার কাছে ওই ১৫ হাজার টাকা পাঠিয়ে দেন। বারবার একই ভাবে ফোন দেওয়ার পরে এমদাদুল হক ১৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেন।

এর কিছুক্ষণ পর আবারও ফোন দিয়ে বলেন আরও ১ হাজার টাকা প্রয়োজন। এমদাদুল হক বলেন বিভিন্ন স্থান থেকে ধার করে পুনরায় বিকাশের মাধ্যমে ৭ হাজার পাঠিয়ে দেওয়া হয়। ২ দফায় ২২ হাজার টাকা নেওয়ার পর আবারও ফোন দিয়ে বলেন আরো ১০ হাজার টাকা লাগবে। পরে এমদাদুল হকের সন্দেহ হলে, তিনি তার বিভাগীয় কর্মকর্তা কে বিষয়টি অবহিত করার পর বিষয়টি প্রতারণা বলে অবহিত করা হয়।