রাজনীতি

সাদেক হোসেন খোকার উপর হামলার প্রতিবাদ মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

By মেহেরপুর নিউজ

December 09, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ ডিসেম্বর: ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার ওপর হামলা ও বিএনপির নেতাকর্মীদের নিপীড়ন নির্যাতনের প্রতিবাদে  বৃহস্পতিবার কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন এমপি’র সভাপতিত্বে মেহেরপুর কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি  আলমগীর খান ছাতু, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, দমন পীড়ন নির্যাতন করে সরকারের শেষ রক্ষা হবে না। তিনি আরও বলেন সরকার দেশটাকে একটি কারাগারে রুপান্তরিত করেছে। এখনই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকারকে পদত্যাগে বাধ্য করা। সভাপতি বক্তব্যে আমজাদ হোসেন বলেন, সাদেক হোসেন খোকার উপর হামলা প্রমান করে ঢাকাকে ভাগ করার সরকারের সিদ্ধান্ত জনগণ মানে না। তাই জুলুম করে সরকার সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই। তিনি বলেন, সরকারের বিদায়ের সময় এসেছে এখন সবাই মিলে জোরে ধাক্কা দিতে হবে। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মাসুদ অরুন ও আমজাদ হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুদ্দিন বিশ্বাস, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এম এ কে খাইরুল বাশার, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ আরজুল্লাহ মাষ্টার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান, জেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক আজিমুদ্দিন গাজি  জেলা ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক আবুল হাসনাত আফরোজ প্রমুখ।