নির্বাচন

সাধারণ মানুষের প্রতি আমার আস্থা রয়েছে – প্রফেসর আবদুল মান্নান

By মেহেরপুর নিউজ

July 10, 2017

মেহেরপুর নিউজ,১০ জুলাই: একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীরাও নির্বাচনী মাঠে গনসংযোগ শুরু করেছেন। কে পাচ্ছেন আওয়ামীলীগের মনোনয়ন, কে পাচ্ছেন বিএনপির, কে জাতীয় পার্টির এমনকি জামায়াত ইসলামি থেকে কেউ প্রার্থী হচ্ছেন কিনা এ ধরণের নানা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। যদিও নির্বাচনের এখনো দেড় বছর বাকি আছে। এরই ধারাবাহিকতায় মেহেরপুর নিউজ তার পাঠকদের জন্য সকল দলের সম্ভাব্য প্রার্থী যারা মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। দলের আস্থাভাজন হওয়ার চেষ্টায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সে সকল প্রার্থীদের মুখোমুখি হচ্ছে মেহেরপুর নিউজ। আমাদের প্রতিবেদকরাও ছুটছেন সেকল প্রার্থীদের কাছে। তাঁদের নির্বাচনী পরিকল্পনা, এলাকার উন্নয়ন পরিকল্পনা, দলীয় পরিকল্পনা খুটি নাটি বিভিন্ন বিষয় নিয়ে থাকছে প্রার্থীদের সাক্ষাৎকার। প্রথমে থাকছেন দুই দুই বারের নির্বাচিত জনপ্রতিনিধি সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ১ নম্বর নির্বাহী  সদস্য প্রফেসর আবদুল মান্নানের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক সাইদ হোসেন। মেহেরপুর নিউজ: প্রথমেই মেহেরপুর নিউজ পরিবারের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। প্রফেসর আবদুল মান্নান: ধন্যবাদ। আমার ব্যাক্তিগত পক্ষ থেকেও মেহেরপুর নিউজ পরিবারের সদস্যসহ মেহেরপুর বাসীকে শুভেচ্ছা। মেহেরপুর নিউজ : আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন নিয়ে আপনার প্রত্যাশা কি । প্রফেসর আবদুল মান্নান : আমি আওয়ামীলীগের কাছে খুবই কৃতজ্ঞ যে, আমাকে তিন বার মনোনয়ন দিয়েছে আমি দুবার নির্বাচিত হয়েছি। আমার শরীর ও মেহেরপুরের সাধারণ মানুষের প্রতি আমার আস্থা রয়েছে । সেই কারণে আগামি সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করি। মেহেরপুর নিউজ : দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে মেহেরপুরের উন্নয়ন নিয়ে আপনার ভাবনা কি? প্রফেসর আবদুল মান্নান : মেহেরপুর এক প্রত্যন্ত সীমান্ত অঞ্চল। বাতাস টা এখানে এসে থেমে যাচ্ছে। আমার চেষ্টা হবে মেহেরপুরকে মূল ধারার সাথে অর্থাৎ বাংলাদেশের অপরাপর যে মূল ধারা সেই ধারার সাথে মেহেরপুরকে সংযুক্ত করা যায়। কারন কৃষিতে সফল , শিক্ষার হারও এখানে ভাল, আমাদের পরিবার পরিকল্পনা খুবই ভাল। কিন্তু স্বনির্ভর হওয়ার জন্য আমাদের লোকেরা স্বশিক্ষায় শিক্ষিত হচ্ছে। সব লোকে সরকারী চাকুরী দেওয়ার মত অবস্থা আমরা বা আমাদের দেশ রাখেনা । তাদেরকে কর্মসংস্থানের জন্য ছোট ছোট শিল্প কারখানা বা কৃষি জাতীয় ফার্ম গড়ে তোলা হবে যাতে করে তারা কর্মসংস্থান পায়। মেহেরপুর নিউজ : মেহেরপুর মানুষের চির দাবী স্থল বন্দর । আপনি নির্বাচিত হলে স্থলবন্দর বাস্তবায়নে কতুটুকু গুরত্ব দিবেন ? প্রফেসর আবদুল মান্নান : যে কারনে আমরা মুজিবনগর কমপ্লেক্স করতে পেরেছি সে কারনেই মেহেরপুরে স্থল বন্দর হবে। আসলে স্থল বন্দরটা আমাদের দেশের কথা দিয়ে তো হবে না, কারণ যাদের সাথে স্থলবন্দর হবে ভারতের সাথে অভয় দেশের নেতৃত্ব স্থানীদের সাথে যোগাযোগ করে চেষ্টা করাতে হবে। শুধু আমরা চেষ্টা করলে হবে না ঐ অংশটাতো বড় অংশ ওদের সাথে যাদের যোগাযোগ থাকবে তারা করতে পারবে এবং মেহেরপুরে স্থল বন্দর হওয়া উচিৎ বলে আমি মনে করি। মেহেরপুর নিউজ  : আপনি দির্ঘদিন মেহেরপুরের মানুষের সাথে একটি দুরত্ব তৈরি হয়েছে সেক্ষেত্রে মনোয়ন পেলে আওয়ামীলীগের তৃনমূলকে একত্রিত করতে পারবেন কী না ? প্রফেসর আবদুল মান্নান : আপনার এই প্রশ্নে দ্বিমত পোষন করছি। মেহেরপুরে যারা নেতৃত্বে দিয়েছেন বা এখনো দিয়ে যাচ্ছেন আওয়ামীলীগ তো বটেই অন্য দলসহ আমার মত এত গ্রামের লোক চেনেনা বা আমার নাম যানেনা এমন লোক নেই। তাদের সাথে আমার প্রতিনিয়ত কথা হয়। আমার মনে হয় না আর কোন লোকের সাথে এত কথা হয়। যেখানেই মানুষের প্রয়োজন কেউ মারা গেছে বিদেশে। ডেড বডি আনতে হবে ফরেইন মিনিস্ট্রিতে যাবে কে ? প্রফেসার মান্নান। কারো হাত ভেঙ্গে গেছে, ঐ ট্রমাতে যাবে কে? পঙ্গুতে যাবে কে?, পিজিতে যাবে কে? , হাসপাতালে যাবেকে ? সবস্থানেই আমি। ফলে সব সময়ের জন্য দৃশ্যমান জিনিসটাই বড় কথা নয় । এই দোষটা আমাকে প্রথম থেকেই দেওয়া হতো উনিতো মেহেরপুরে থাকেন না। আমি জিঙ্গাসা করতে চাই ? আমার পরে অনেতেই এমপি হয়েছেন। উনারা কয়দিন মেহেরপুরে থাকেন। কারণ এমপি হয়ে যদি মেহেরপুরের উন্নয়ন করতে হয় এবং আইন সভায় আইন পাস করায় অংশ নিতে হয় তাকে সময় দিতে হবে ঢাকাতেও। সে জন্য আমি আমার নির্বাচনি এলাকায় এবং আমি একটা চ্যালেঞ্জের মত নিতে চাই। যে সমস্ত দল শুধু আওয়ামীলীগ নয় আমি যত লোককে চিনি এমন কি অন্য দলের লোককে চিনি আর অন্য কোন নেতা পক্ষে এত চেনা সম্ভব নয় । কারন হচ্ছে কি এটা আমার একটা ¯^ভাবের মধ্যে এটা আমি ইনহেরিট করেছি বা আমি এটা কে এ্যকোয়ার করেছি। সে জন্য তৃনমূল আমার খুব তৈরী। বরং আমার সমস্য যা হয়েছে বা যখনি হয় যিনি এমপি হয় তার সাথে আমার সমস্যা হয়। সে সমস্যা শহর কেন্দ্রিক গ্রাম কেন্দ্রিক কোন সমস্য নাই। গ্রামের মানুষ কিন্তু নৌকার পক্ষে। কিন্তু কিছু কিছু মানুষের পক্ষে তাদের ভালবাসা আছে। আমি দাবী করি আমি সংস্কৃতিবান লোক এবং আমি খুব মিশুক । আমি মানুষের অন্তরে আমার স্থান আদায় করে নিতে পারি। স্পর্শ করতে পারি মানুষকে। সে জন্য মনোয়ন পেলে তৃনমূল আর তৃনমূলের উপরের কোন মূলের সাথে আমার কোন অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তার প্রমান হলো সম্প্রতি আমরা যে পৌরসভা নির্বাচন করলাম সেখানে আপনারা দেখে থাকবেন আমি যখন ভোট চাইতে গেছি তখন নারী পুরুষ নির্বিশেষে আমার সাথে বেড়িয়ে এসেছে। তাদের সাথে আমার যদি যোগাযোগ না থাকতো তাহলে আমি মিছিলের মত করতে পারতাম না। মানে যাদের কাছে ভোট চেয়েছি তাদেরকে বলেছি চল তোমরাও আমার সাথে ভোট চাও। মেহেরপুর নিউজ : মনোনয়ন না পেলে সতন্ত্র নির্বাচন করবেন কি না? প্রফেসর আবদুল মান্নান : না, তা হলে আমি আগেও করতাম। এর আগে আমি দুবার মনোনয়ন পাইনি স্বতন্ত্র নির্বাচন করিনি এবং ভবিষতেও করবো না। কারণ আমিই একমাত্র মানুষ যে এমপি থাকাকালিন সময়ে জমি বিক্রি করেছি। আমি যদি নির্বাচিত হয় তা হলে আমার মেহেরপুরে একটি বাগান আছে তা দিয়ে আমি আমার এমপি থাকা কালিন সময় চালাতে পারবো। মেহেরপুর নিউজ : জনশ্রুতি রয়েছে আপনি ১/১১ এর সময় সংস্কার পস্থী হিসেবে কাজ করেছেন । এব্যাপারে আপনার বক্তব্য কি? প্রফেসর আবদুল মান্নান : আসলে সংস্কার জিনিসটা ভাল, কিন্তু আমাদের ব্যাখাটা একটু অন্যরকম হয়ে গেছে। কিন্তু আমি আওয়ামীলীগের যে জেলা কমিটি হয়েছে সংস্কার পন্থি বলার পর সে কমিটিতে স্থান পেয়েছি। এখানকার যে জেলা কমিটি আমাদের এমপি সাহেব আছেন সেই কমিটির আমি এক নম্বর সদস্য। তাহলে আমি যদি সংস্কার পন্থি হয়েই থেকে যেতাম। তাহলেতো ঐ কমিটিতো অনুমোদন করেন দলের সভানেত্রী শেখ হাসিনা । তাহলে তো তিনি আমাকে সদস্য রাখতেন না। মেহেরপুর নিউজ: মেহেরপুর নিউজকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। প্রফেসর আবদুল মান্নান: মেহেরপুর নিউজকেও ধন্যবাদ।