বর্তমান পরিপ্রেক্ষিত

সাবেক সংসদ সদস্য প্রফেসর আবদুল মান্নানের গনসংযোগ

By মেহেরপুর নিউজ

July 29, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর-১আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আবদুল মান্নান তাঁর গনসংযোগ অব্যাহত রেখেছেন।শনিবার রাতে প্রফেসর আব্দুল মান্নান মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর আশ্রায়ন প্রকল্পে গণসংযোগ করেছেন।

গণসংযোগ কালীন সময়ে প্রফেসর আব্দুল মান্নান আশ্রায়ণ বাসির দু:খ্য দুর্দশা শোনেন এবং তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দৈনন্দিন জীবনের খোঁজ খবরনেন। গণ সংযোগকালে প্রফেসর আব্দুল মান্নানের সাথে ছিলেন সাবেক ছাত্রনেতা খালেদুজ্জামান খান ডালিম, আবু তালহা বিন হাবিব জুয়েল, মোঃ ইয়ারুল ইসলাম সাজেদুর রহমান সাজু, মিরাজুল শেখ কায়সার হামিদ বুলবুল, হিমেল আহামেদ, বকুল প্রমুখ ।