বর্তমান পরিপ্রেক্ষিত

সামাজিক সংগঠন ভাবনা‘র দরিদ্র মানুষ ও সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

May 10, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের সামাজিক সংগঠন “ভাবনা” দরিদ্র মানুষ ও সুবিধা বঞ্চিতদের মাঝে আবারও ঈদ সামগ্রী বিতরণ করেছে। সোমবার বিকাল স্বাস্থ্য বিধি মেনে প্রায় ৪০ জনকে দ্বিতীয় ধাপে ঈদ সামগ্রী ও ২০ জন শিশুকে ঈদের নতুন পোশাক বিতরণ করে।

এর আগে গত বৃহস্পতিবার ৫৫ জন শিশুকে ঈদের নতুন পোশাক ১১ জন বয়স্ক মহিলাকে শাড়ি এবং, ৩৫ টি পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ এর উদ্বোধন করে।এটি তাদের তৃতীয় বারের সফল আয়োজন। প্রথম ধাপে ৯০-১০০ জনকে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে আরো ৩০-৪০ জনকে দেওয়ার প্রচেষ্টা আছে। তাদের বিতরণ অবাহত থাকবে ঈদের আগের দিন পর্যন্ত।

ঈদ মানে আনন্দ অথচ অসহায় সুবিধা বঞ্চিতদের কাছে ঈদ সাধারণ দিনের মতই একটি দিন। সবার হাতে একগাদা ঈদের শপিং ব্যাগ। এত আনন্দ চারদিকে তবুও যেন মানুষের এই আনন্দগুলো দ্যুতি ছড়ায় না। কারণ, চারদিকে একটু ভালো করে তাকালেই দরিদ্র মানুষের চিহ্ন দেখা যায়। কেউ ভিক্ষা করছে, কেউ শিশু শ্রমিক হয়ে হোটেলে কাজ করছে, কেউ ফুটপাতে একটু বসার জায়গা খুঁজছে কোনো কিছু বিক্রি করে দুটা পয়সা রোজগার করে একমুঠো ভাত খাবে। ছোট ছোট শিশুদের লেগুনা গাড়িতে ঝুঁকি নিয়ে কাজ করতে দেখা যায়। কেউ ময়লার ডাস্টবিনে খুঁজছে পয়সা রোজগারের কোনো সামগ্রী।

পড়াশোনা বা ঈদ তাদের চিন্তায় নেই। তাদের হৃদয় জুড়ে একমুঠো ভাতের চিন্তা। এগুলো আমাদের চারদিকের প্রতিদিনের দৃশ্য। ধনী-গরিবের এই বৈষম্য কীভাবে কমানো সম্ভব? তা জানা নেই। কিন্তু চেষ্টা তো করা যায়? মেহেরপুর ভবান’র অক্লান্ত চেষ্টায় আজকের আয়োজন সফল হয়েছে। উক্ত অনুষ্ঠনে মো তানভীর আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন মেহেরপুর ভাবনা’র সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, প্রধান সমন্বয়কারি রাতুল আহমেদ সহ মেহেরপুর ভাবনা’র সদস্য রাহুল,নুসরাত, মিম,আখী,মাইমুনা,শাওন,মুন,টিনা,মিমি,দ্বীপ, সোনালী প্রমুখ।

এছাড়া মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ ২০০৯ সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান ইমরান, সাংগঠনিক সম্পাদক মাহাফুজুর রহমান নয়ন।