বর্তমান পরিপ্রেক্ষিত

সারা রাত জেগে চাল নিতে এসেও কেউ চাল পাচ্ছে ; কেউ খালি হাতে ফিরে যাচ্ছে

By মেহেরপুর নিউজ

March 04, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ মার্চ:

মেহেরপুর শহরের খোলা বাজারে চাল নিতে মেহেরপুরের বিভিন্ন গ্রাম থেকে আগের দিন সন্ধ্যা থেকে পরদিন বেলা ১০ টা পর্যন্ত অপে¶া করছে। এর পরও কারো ভাগ্যে চাল জুটছে আবার কেউ নিরাশ হয়ে ফিরে যাচ্ছে।

জানা গেছে, মেহেরপুর শহরের ৫ টি স্থানে প্রতি দিন মোট ৫ হাজার কেজি চাল বরাদ্দ দেয়া হয়। জন প্রতি ৫ কেজি করে চাল দিলে এক একটি কেন্দ্রে ২শ’ জন করে চাল পাচ্ছে। সেক্ষেত্রে প্রতি কেন্দ্রে প্রতি দিন ৩শ’ থেকে ৪শ’ নারী ও শিশুসহ সব বয়সের মানুষ লাইনে দাঁড়াচ্ছে। এতে করে প্রতি দিন ঘন্টার পর ঘন্টা অপে¶া শেষে একশ’ থেকে ২শ’ জন করে চাল না পেয়ে ফিরে যাচ্ছে। চাল পেতে লাইনে দাঁড়াতে হবে বিধায় শহরের আশপাশের গ্রামের অসহায় নারী-পুরুষ ও শিশু আগের দিন সন্ধ্যা রাতে এসে নির্দিষ্ট কেন্দ্রের সামনে এসে চাল নেয়া ব্যাগ লাইনে সাজিয়ে তার পাশেই সারা রাত অপে¶া করছে। এ¶েত্রে পালা করে কেউ ঘুমাচ্ছে আবার কেউ জেগে ব্যাগ পাহারা দিচ্ছে। মেহেরপুর সদর উপজেলার ময়ামারি গ্রামের নিজামউদ্দিনের স্ত্রী ৬০ বছরের বৃদ্ধা হাজেরা খাতুন বলেন, পেটের ক্ষুধা মিটানোর জন্য সেই বিকেল বেলায় বাড়ি থেকে হাটা শুরু করেছি। সন্ধ্যায় মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছেছি। সারা রাত এখানে বসে কিংবা ঘুমিয়ে কাটাবো। কাল সকালে ৫ কেজি চাল নিয়ে বাড়ি ফিরবো। একই সাথে ওই গ্রামের আনেজান খাতুন (৭০), ফুলন্নারা (৭০), শহরের মলি­কপাড়ার নাজিয়া (৬০) অভিন্ন ভাষায় কথা বলেন। এদিকে শহরের বাস স্ট্যান্ড এলাকার ডিলার আহসান হাবিব সোনাসহ একাধিক ডিলার অভিন্ন সুরে বলেন, গরীর মানুষের কষ্ট লাঘবে আরও ডিলার নিয়োগ দেয়া দরকার।