বর্তমান পরিপ্রেক্ষিত

সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

August 13, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা। রবিবার বিকেলের দিকে সিএমসি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

আমঝুপী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন আহমেদ চুন্নুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সিএমসি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ মোজাম্মেল হক, বর্তমান সভাপতি মোঃ ইদ্রিস আলী,সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ হাসান রুমি, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল খালেক,অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ হাবিবুল্লাহ ও হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনাজ আলী সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।