ফুটবল

সিটি কাপ ফুটবল টুর্নামেন্ট ভাংবাড়িয়া একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

November 02, 2021

মেহেরপুর নিউজ:

সিফাতের অনবদ্য হ্যাটট্রিক,মিরাজ এবং জাহিদের চমৎকার ক্রীড়া শৈলির উপর ভর করে ৭-১ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে ভাংবাড়িয়া ফুটবল একাদশ।

মেহেরপুর সিটি ক্লাবের উদ্যোগে মেহেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সিটি কাপ ফুটবল টুর্নামেন্ট ভাংবাড়িয়া একাদশ ৭-১ গোলের বড় ব্যবধানে চিত্রা জাগরণী ক্লাব কে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ভাংবাড়িয়া ৪-০ গোলে এগিয়ে ছিল। খেলা শুরু হওয়ার প্রথম ৫ মিনিট ও ২৪ মিনিটের মাথায় এবং দ্বিতীয়ার্ধের ২৮ মিনিটের মাথায় গোল করে সিফাত তার হ্যাটট্রিক পূর্ণ করেন। প্রথমার্ধের ১৭ এবং ১৯ মিনিটে মিরাজ এবং দ্বিতীয়ার্ধের ৫ ও ১৯ মিনিটে জাহিদ গোল করেন।

খেলা শেষ হওয়ার ৬ আগে চিৎলা জাগরণী ক্লাব এর বদলী খেলোয়াড় সোহেল একটি গোল করে গোলের ব্যবধান কমান। মেরাজ এবং জাহিদ আরো একাধিক গোলের সহজ সুযোগ পেয়েও হ্যাটট্রিক বঞ্চিত হন। খেলায় সিফাত ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন পুরস্কার বিতরণ করেন।