ফুটবল

সিটি ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট হাড়াভাঙ্গা ফুটবল একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

November 04, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সিটি ক্লাবের উদ্যোগে সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সিটি ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট হাড়াভাঙ্গা ফুটবল একাদশ জয়লাভ করেছে।

বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত খেলায় হাড়াভাঙ্গা ফুটবল একাদশ ২-১ গোলে ইসলামপুর ফুটবল একাদশকে কে পরাজিত করে।

খেলার প্রথমার্ধের ১৮ মিনিটের মাথায় ইসলামপুরের রাকিব দলের পক্ষে গোল করে ইসলামপুর কে এগিয়ে নেন। ১০ মিনিট পর ইসলামপুরের ওই রাকিবের আত্মঘাতী গোলে হাড়াভাঙ্গা কে সমতা ফেরাতে সাহায্য করেন। দ্বিতীয়ার্ধে হাড়াভাঙ্গা সাহাব গোল করে দলকে এগিয়ে নেন। খেলা শেষ হওয়ার ৫ মিনিট পূর্বে ইসলামপুর পেনাল্টি পেলেও হাফিজুলের দুর্বল শট হাড়াভাঙ্গা গোলরক্ষক শামীম আটকে দেন।

শেষ পর্যন্ত দুই এক গোলে জয়লাভ করে হাড়াভাঙ্গা মাঠ ছাড়ে। খেলায় হাড়াভাঙ্গার গোলরক্ষক শামীম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।