জাতীয় ও আন্তর্জাতিক

সিরাজগঞ্জে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট প্রতীকের অপব্যবহার বন্ধের লক্ষ্যে প্রচারাভিযান

By মেহেরপুর নিউজ

March 13, 2017

নিউজ ডেস্ক, ১৩ মার্চ: অসচেতনতা ও অজ্ঞানতার কারণে দেশের অনেক স্থানেই মেডিক্যাল পেশার (যেমন- হাসপাতাল, ফার্মেসী, চিকিৎসকের চেম্বার, এ্যাম্বুলেন্স ইত্যাদি) প্রায় ৮০ ভাগের মত মানুষ ও প্রতিষ্ঠান এখনো রেড ক্রস ও রেড ক্রিসেন্ট প্রতীকের অপব্যবহার করে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রেড ক্রস ও রেড ক্রিসেন্ট প্রতীকের মর্যাদা সুরক্ষার জন্য ও যত্র-তত্র এর অপব্যবহার বন্ধের লক্ষ্যে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) সহযোগিতায় ২০১০ সাল থেকে দেশব্যাপী ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবহিকতায় ১২ মার্চ থেকে ১৬ মার্চ ৫দিন ব্যাপী সিরাজগঞ্জ জেলাতে ক্যাম্পেইন চলছে।

এ উপলক্ষে সিরাজগঞ্জের স্থানীয় সাংবাদিকদের সাথে মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়।

মিট দ্য প্রেসে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আন্তর্জাতিক তথ্য ও যোগাযোগ বিভাগের সহকারী পরিচালক খন্দকার এনায়েতুল্লাহ একরাম জানান, ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনের কয়েকটি বিধান বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকার “জেনেভা কনভেনশন বাস্তবায়ন আইন ১৯৩৬” সংশোধন করে। এই আইনের ২ অনুচ্ছেদে রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও অন্যান্য প্রতীকের অপব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এতে বলা হয়েছে প্রতীক সংরক্ষণের এই আইন অমান্য করা শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অধিকারবলে (পিও ২৬, ১৯৭৩) ও আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের স্বীকৃতিক্রমে প্রতিষ্ঠাকাল থেকে রেড ক্রস প্রতীক ও ১৯৮৮ সাল থেকে রেড ক্রিসেন্ট প্রতীক ব্যবহার করে আসছে এবং প্রতীকের সুরক্ষায় কাজ করে যাচ্ছে। তিনি জানান,বাংলাদেশে ২০০১ সাল থেকে স্বেচ্ছাসেবকদের মধ্যে ওরিয়েন্টেশন আয়োজন এবং সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট বিভিন্ন সহযোগী সংস্থাগুলোকে নিয়ে রেড ক্রস ও রেড ক্রিসেন্টের প্রতীক অপব্যবহার বন্ধে কাজ শুরু হয়। পরবর্তীতে ২০০৯ সালে সারা দেশব্যাপী এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তা থেকে একটি জরিপের মাধ্যমে প্রাথমিকভাবে পাইলট আকারে খাগড়াছড়ি ও চাঁদপুর জেলায় প্রতীক প্রচারাভিযান চালানো হয়। ফলাফল হিসেবে প্রচারাভিযান চালানো জেলাগুলোতে ৮০ ভাগ অপব্যবহারকারী অপব্যবহার বর্জন করেছেন। ২০১০ সাল থেকে এ প্রচারাভিযান জোরদার করতে দেশব্যাপী ডোর টু ডোর ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়, যা এখনো চলমান।