সারাদেশ

সিরাজগঞ্জ রেড ক্রিসেন্টের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬২ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

August 27, 2017

ডেস্ক রিপোর্ট, ২৭ আগস্ট: সিরাজগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে গ্রামীনফোনের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ জেলার কাজীপুর, চৌহালী এবং বেলকুচি উপজেলার ২৬২ পরিবারের মাঝে ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল ,১ কেজি চিনি, ১ কেজি সুজি ও ১ কেজি লবন বিতরণ করা হয়। এর আগে একই উপজেলায় ২০০ পরিবারের মাঝে ৫ কেজি চিড়া, ৭০০ গ্রাম গুড়, তারপলিন, খাবার স্যালাইন,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

আজ ২৭ আগস্ট সকাল ১১ টায় কাজীপুর উপজেলার নাটুরাপাড়া নৌকা ঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত সর্বমোট ১৯৫ পরিবারের হাতে বিভিন্ন প্রকারের ত্রাণ সামগ্রী তুলে দেন সিরাজগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী এ্যাডভোকেট এ. কে.এম হোসেন আলী হাসান। এসময় কাজীপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, নাটুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক খঃ এনায়েতুল্লাহ একরাম পলাশ, সিরাজগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মোঃ রবিউল আলমসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১১ টায় বেতিল হাইস্কুল মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা পরিষদ ও সিরাজগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল লতিব বিশ্বাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩০ পরিবারের হাতে ত্রাণ সমাগ্রী হিসাবে ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল ,১ কেজি চিনি, ১ কেজি সুজি ও ১ কেজি লবন তুলে দেন। এসময় সিরাজগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ বেলাল হোসেন উপস্থিত ছিলেন।