বর্তমান পরিপ্রেক্ষিত

সিলেটে বিল্ডিং থেকে পড়ে নিহত সেনা সদস্য দেলোয়ারকে গাংনীতে দাফন

By মেহেরপুর নিউজ

June 05, 2023

 সাহাজুল সাজু :

সিলেটে নির্মাণাধীন বিল্ডিং থেকে পাইপ মাথায় পড়ে নিহত সেনা সদস্য দেলোয়ার হোসেনকে নিজ গ্রাম মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর গ্রামে দাফন সম্পন্ন করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে রাইপুর মাদ্রাসা চত্বরে জানাজা শেষে স্থানীয় একটি গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে তার প্রথম জানাজা সিলেটে ও দ্বিতীয় জানাজা যশোর সেনানিবাসে অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ১১টার দিকে দেলোয়ার হোসেনের মরদেহ কফিনে করে সেনাবাহিনীর একটিদল নিজ বাড়িতে নিয়ে আসে। এসময় দেলোয়ারকে এক নজর দেখেতে আত্মীয়সহ হাজার হাজার মানুষ তার বাড়ির আঙ্গিনায় জমায়েত হয়। এক পুত্র সন্তানের জনক দেলোয়ার হোসেন রাইপুর গ্রামের কৃষক আতিয়ার রহমানের ছেলে। দেলোয়ার তার মামা-বাবার পরিবারের বড় ছেলে। এছাড়াও তার আরো ১টি ভাই ও বোন রয়েছে। ছোট ভাই খুলনার একটি মাদ্রাসায় লেখাপড়া করেন। ছোট বোনের বিয়ে হয়েছে। দেলোয়ার রাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণী, রাইপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। পরবর্তিতে গাংনী সরকারী ডিগ্রী কলেজ থেকে এইচ,এস,সি পাশ করেন। পরে ২০১২ ইং সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন।