বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের সীমান্তবর্তি বাজিতপুর গ্রামে দু’পক্ষের সংর্ঘষে মুক্তিযোদ্ধা সহ আহত ৫

By মেহেরপুর নিউজ

April 27, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের সীমান্তবর্তি বাজিতপুর গ্রামে পাশ্ববর্তি দেশ ভারতে কাজ করতে যাওয়া কে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষে মুক্তিযোদ্ধা সহ ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন, ফরমান (৫০) বাবুল (৩৮) শরিফুল (৪২) মুক্তিযোদ্ধা কোমরউদ্দিন (৬০) ও হায়ত আলী (৩৬)। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে কর্তব্যারত ডাক্তার অলোক কুমার দাস মেহেরপুর নিউজকে জানান, আহতদের ভিতরে মুক্তিযোদ্ধা কোমর উদ্দিনের হাতে ও মাথায় কোপ লেগেছে এবং শরিফুলের দুই হাতের কব্জিতে কোপ লাগে। জানাগেছে, আজ শনিবার সকাল ৯টার সময় বাজিতপুর গ্রামের আজমত আলীর ছেলে ফরমান আলীর সাথে কোমর উদ্দিনের ছেলে শরিফুলের সাথে ভারতে কাজ করতে যাওয়া কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংর্ঘষ বেধে যায়। এসময় সংর্ঘষ চলাকালে উভয় পক্ষের ৫জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতিতি নিয়ন্ত্রনে আনে । এবং আহতদের উদ্ধার করে মেহেরপুর হাসপাতালে ভর্তি করে। সদর থানার ওসি আজিজুল হক মেহেরপুর নিউজ কে জানান, পরিস্থিতিতি এখন আমাদের নিয়ন্ত্রনে বর্তমানে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্ষন্ত জানাগেছে দু’পক্ষ মামলা করার জন্য সদর থানায় অবস্থান করছে।